সেঞ্চুরিতে ভারতকে সিরিজ জিতিয়ে সূর্যকুমারকে কৃতিত্ব দিচ্ছেন তিলক
সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত জিতেছে ১১ রানে। ভারতের করা ২১৯ রানের জবাবে ২০৮ করে প্রোটিয়ারা। ৫৬ বলে ৮ চার, ৭ ছক্কায় অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলা তিলকই নায়ক।রে
ম্যাচ সেরা হয়ে বাঁহাতি এই ব্যাটার আবেগে আপ্লুত, 'আমি ভাবতে পারিনি, আমি শব্দ খুঁজে পাচ্ছি না। এটা আমার স্বপ্ন ছিলো (সেঞ্চুরি করা), এবং এটা আদর্শ সময়ে এসেছে। সিরিজ নির্ধারনী ম্যাচ, চাপের সময়ে করতে পারলাম।'
টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেতে হলে উপরে খেলা জরুরি। এদিন তাকে এই সুযোগ করে দেন অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্যকেই তাই এই ইনিংসের কৃতিত্ব দেন তিলক, 'পুরো কৃতিত্ব আমি সূর্যকুমার যাদবকে দেব। সে আমাকে সুযোগ দিয়েছে (তিনে ব্যাট করার)। খেলা শুরুর আগে আমাকে বলে যে তিনে খেলব। আমি খুবই, খুবই খুশি।'
অভিষেকের সঙ্গে শতরানের জুটির পর দ্রুত সূর্যকুমার, হার্দিক পান্ডিয়াকে হারিয়ে ফের চাপে পড়ে ভারত। তিলক রিঙ্কু সিংকে এক পাশে রেখে ৫৮ রানের আরেক জুটি পান, পরে অভিষিক্ত রামানদিপ সিংকে নিয়ে দলকে দুইশো পার করে নিয়ে যান, 'আমি নিজেকে মেলে ধরতে চেয়েছি। এমনকি চাপের সময়ে মৌলিক বিষয়ে জোর দিয়েছি। উইকেটে গতির তারতম্য ছিলো। যখন অভিষেক (শর্মা) আউট হলো নতুন ব্যাটারের জন্য কাজটা সহজ ছিলো না। আমি তখন একটা জুটির খোঁজ করেছি। '
0 Comments